শিরোনাম

বিগত ১৫ বছর নিশ্চিতভাবেই মেসি সেরা ॥ পেলে

নিউজ ডেস্ক : বিগত ১৫ বছর ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে আসছেন মেসি। মেসি আগেও বিশ্বের সেরা খেলোয়াড় ছিল আর এখনও সে সেরা খেলোয়াড় হিসেবেই আছে বলে জানিয়েছেন ব্রাজিলের ফুটবল লিজেন্ড পেলে।

তিনবার বিশ্বকাপ জয়ী পেলে ফুটবল বিশ্বের অধিকাংশদের কাছেই তার সময়ের বিশ্ব সেরা খেলোয়াড়। কিন্তু বর্তমান সময়ের সেরা খেলোয়াড় কে এই প্রশ্নে দ্বিধা বিভক্ত সবাই। কারণ লিওনেল মেসি ও রোনালদো। এই দুই খেলোয়াড়ের মধ্যে যেকোন একজনকে বেছে নেয়ার প্রশ্নে অনেক লিজেন্ড ফুটবলার হার মেনেছেন।
কিন্তু এখানেই লিজেন্ডদের লিজেন্ড হিসেবে নিজেকে ভিন্ন কাতারেই রাখলেন পেলে। এক প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলেন, ‘আমার মতে বাকি সব বিষয়ের মত এই ক্ষেত্রেও বিশ্ব সেরা কিন্তু একজন। আর সে হল লিওনেল মেসি।’

তিনি বলেন, ‘আমি সেরা খেলোয়াড় হিসেবে অনেকের নাম বলতে পারি। কিন্তু গত ১৫ বছরের হিসেব কষলে নিশ্চিতভাবেই আমাতে বলতে হবে মেসি নিরবিচ্ছিনভাবে সেরা হিসেবে পারফর্ম করে যাচ্ছে’।

তিনি আরো বলেন, ‘বর্তমানে অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। এদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোও আছে। তবে তার অবস্থান মেসির পরে। মেসি অনেক বেশি গোছানো’।

এ সময় তিনি ক্রিস্টিয়ানো সম্পর্কে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো অনেকটা ব্রাজিলের রোনালদোর মতই। সে গোল করার ক্ষেত্রে অত্যন্ত চৌকস এক খেলোয়াড়। এ বিষয় আমার কোন সন্দেহ নেই। কিন্তু খেলোয়াড় হিসেবে মেসিই সেরা’।
সুত্রঃ ইএসপিএন ডটইন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিগত ১৫ বছর নিশ্চিতভাবেই মেসি সেরা ॥ পেলে"

Leave a comment

Your email address will not be published.


*