নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হবে আগামী চার নভেম্বর। এই আসরকে সামনে রেখে টিকেটের মূল্য তালিকা শনিবার প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে টিকেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। আর টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। টিকেট পাওয়া যাবে পেপয়েন্ট.কম.বিডি, গ্যাজেটবাংলা.কম ও সহজ.কমে।
বিপিএলের চতুর্থ আসরে টিকেটের মূল্য তালিকা:
- গ্র্যান্ড স্ট্যান্ড – ২,০০০ টাকা
- ভিআইডি স্ট্যান্ড – ৫০০ টাকা
- শহীদ মুশতাক স্ট্যান্ড – ৫০০ টাকা
- শহীদ জুয়েল স্ট্যান্ড – ৫০০ টাকা
- নর্দান স্ট্যান্ড – ৩০০ টাকা
- সাউদার্ন স্ট্যান্ড – ৩০০ টাকা
- ইস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা
Be the first to comment on "বিপিএলের টিকেটের মূল্যতালিকা প্রকাশ"