শিরোনাম

‘বিশ্বব্যাপী কাস্ত্রোর যে প্রভাব জমা হচ্ছে, ইতিহাসই তার বিচার করবে”

নিউজ ডেস্ক : কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজেকে কিউবার বন্ধু বলে উল্লেখ করে ওবামা বলেছেন, আজ আমরা ফিদেল কাস্ত্রোর পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। কিউবার জনগণের প্রতি আমাদের শুভকামনা জানাচ্ছি। সামনের দিনগুলোতে আমাদের যেমন পেছনের দিকে তাকাতে হবে, তেমনি সামনেও এগিয়ে যেতে হবে।
ওবামা তার বিবৃতিতে বলেন, আমরা জানি, এই মুহূর্তে কিউবা এবং বহির্বিশ্বে ছড়িয়ে থাকা কিউবানদের মধ্যে ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া বয়ে চলেছে। বিশ্বব্যাপী একজন ব্যক্তি কাস্ত্রোর যে প্রভাব জমা হচ্ছে, ইতিহাসই তার বিচার করবে।
ওবামা আরও বলেন, গত ছয় দশক ধরে রাজনৈতিক মতভিন্নতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার রাষ্ট্রীয় সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। আমার প্রশাসন ক্ষমতায় আসার পর, আমরা অতীতকে পেছনে ফেলে, মতভিন্নতাকে পাশ কাটিয়ে নতুন করে সম্পর্ক রচনা করেছি। আমরা মতভিন্নতার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব, সংস্কৃতি, বাণিজ্য, মানবতার মতো বিষয়গুলো নিয়েও পরস্পরের সঙ্গে আলোচনা করেছি।
উল্লেখ্য, শুক্রবার রাতে ৯০ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়েছে বলে কম্পিত কণ্ঠে ঘোষণা দেন তার ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘বিশ্বব্যাপী কাস্ত্রোর যে প্রভাব জমা হচ্ছে, ইতিহাসই তার বিচার করবে”"

Leave a comment

Your email address will not be published.


*