শিরোনাম

বিয়ে করে সংসারী হতে চাই: কঙ্গনা

নিউজ ডেস্ক : ব্যক্তিগত জীবন হোক বা পুরুষতান্ত্রিক বলিউড, বরাবরই বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। তবে এখন নাকি আর বিতর্ক তৈরিতে মন নেই তাঁর!‌ সব ছেড়েছুড়ে আগামী বছরই সংসার পাততে চান।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‌‌‌ৎকারে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

কঙ্গনা বলেছেন, ‘‌জীবনে বারবার ভুল করলেও এখনও নিজেকে শুধরোতে পারিনি। এলোমেলো জীবনযাত্রা বেশ পছন্দ করি। তবে ভালবাসায় আস্থা আছে। বিয়ে করে সংসারী হতে চাই। হয়তো আগামী বছরই সুযোগ আসবে!‌’‌‌

আদিত্য পাঞ্চোলি থেকে ঋত্বিক রোশন- ফিল্মি কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে কঙ্গনার। আদিত্য পাঞ্চোলিকে ‘‌বাবার বয়সী’‌ বলে চালিয়ে দিলেও ঋত্বিককে নিয়েই বেশি ঝামেলা পোহাতে হয়েছে তাঁকে। তিক্ততা এত দূর পৌঁছায় যে একে-অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও দ্বিধা করেননি তাঁরা। তবে আপাতত সন্ধি হয়েছে। বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত কঙ্গনা। দুই ছেলে ও প্রাক্তন স্ত্রী সুজান খানকে নিয়ে বিদেশি ছুটি কাটাচ্ছেন ঋত্বিক।
সূত্র: আজকাল

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বিয়ে করে সংসারী হতে চাই: কঙ্গনা"

Leave a comment

Your email address will not be published.


*