নিজস্ব প্রতিবেদক : মতিঝিল থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন আসামিদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরয়ানা জারি করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরক আইনে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ। এরপর চলতি বছরের শুরুতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়।
Be the first to comment on "বুলু-সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা"