শিরোনাম

বৃক্ষরোপনে নামলেন সানিয়া মির্জা

নিউজ ডেস্ক : বিভিন্ন প্রান্তে শাহরুখ-সালমানদের সঙ্গে নিয়ে আত্মজীবনী প্রকাশ করেছেন সানিয়া মির্জা৷ উইম্বলডন থেকে বিদায় নেওয়ার পর ভারতে ফিরে এই ছিল মোটামুটি বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস খেলোয়াড়ের রুটিন৷
এবার বাড়ি ফিরে এসে তেলেঙ্গানা সরকারের বৃক্ষরোপণ উদ্যেগে সামিল হলেন তিনি৷
‘হরিথা হারাম ক্যাম্পেন’ এর সৌজন্যে সানিয়া বাড়িতেই পরিবারের সঙ্গে বৃক্ষরোপণ করলেন৷
সেই ছবি ফেসবুকে পোস্ট করলেন তিনি৷ লিখলেন,‘‘ অবশেষে বাড়িতে ফিরে ভালো লাগছে৷তেলেঙ্গানা সরকারের গ্রিন মুভমেন্টে অংশ নিয়ে ভালো লাগছে৷’’
সানিয়া অল্প সময়ের অবসর কাটিয়েই দেশের জন্য রিও-তে অলিম্পিকে অংশ নেবেন৷ডাবলস ও মিক্সড ডাবলসে খেলবেন তিনি৷ডাবলসে প্রার্থনা থোমবারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি৷মিক্সডে তাঁর পার্টনার রোহন বোপান্না৷যদিও এই টুর্নামেন্টে পদক পাওয়ার ব্যাপারে নিশ্চিত নন তিনি৷নিজেই দিন চারেক আগে বলেছেন টেনিসের গ্ল্যামগার্ল৷

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বৃক্ষরোপনে নামলেন সানিয়া মির্জা"

Leave a comment

Your email address will not be published.


*