নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্তে চোরাচালানির অভিযোগে দুই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার রাত ৮টায় বিজিবি ২৬ ব্যাটালিয়নের সদস্যরা আটকদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করেন। এর আগে বিকেলে তাদের যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন কলকাতার ইকবালপুর থানার ৩/ই মোমিনপুর রোডের আহম্মেদ হোসেনের ছেলে শফিক হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে এসএ পরিবহনের একটি কার্ভাড ভ্যান তল্লাশি করে কাগজপত্র ও মালিকবিহীন অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের সুন্দরী কাঠসহ বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করা হয়। বিজিবি সদস্যরা পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ওই পণ্যের মালিক দুই ভারতীয় নাগরিক। পরে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।
বেনাপোল বন্দর থানার এএসআই রিপন জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
Be the first to comment on "বেনাপোলে দুই ভারতীয় নাগরিক আটক"