শিরোনাম

ব্রাজিল কোচের ভরসা নেইমার

নিউজ ডেস্ক: দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিককে ঘিরে ২৪ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ডের এই সাফল্য-ক্ষুধা দেখে মুগ্ধ অলিম্পিক দলের এই কোচ।

“আমি যতটা ভেবেছিলাম আমার মুগ্ধতা তার চেয়েও বেশি। সে ভীষণভাবে অনুপ্রাণিত। সে জয়ের গুরুত্বটা বোঝে। সে সাহায্য করতে চায় এবং দেখিয়েছে সে কতটা অসাধারণ খেলোয়াড়।”

অধিনায়ক নেইমারের স্বস্তির জন্য প্রয়োজনীয় সবকিছু করার কথাও বলেন মিকালে।

“নেইমারের ভালো বোধ করার জন্য যা করতে পারি আমরা তাই করব। সে ব্রাজিলের সেরাটার প্রতিনিধিত্ব করে। আমি নেইমারের উপর নির্ভর করতে চাই। কোন কোচই বা তাকে তার দলে চাইবে না?”

“আমি সব সময়ই তাকে আমার সঙ্গে চাই। আমাদের একটি দল তৈরি করতে হবে, কিন্তু ব্যক্তিগত বিষয়ের গুরুত্বও অপরিহার্য।”

আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। ওই দিনই ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ব্রাজিল কোচের ভরসা নেইমার"

Leave a comment

Your email address will not be published.


*