নিউজ ডেস্ক : দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার বেলা ১১টা ২৮ মিনিটি কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে পৌঁছায় প্রতিনিধি দলটি। এ প্রতিনিধি দলে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছে।
কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
Be the first to comment on "ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ঢাকায়"