শিরোনাম

ভারত দলকে স্মিথের খোঁচা

নিউজ ডেস্ক : রাঁচি টেস্টে হার এড়িয়ে এগিয়েই রইল অস্ট্রেলিয়া দল। বিশেষ করে মনস্তাত্তিক লড়াইয়ে তারাই এগিয়ে থাকবে। হারের মুখ থেকে ফিরে এসে তাই ভারত দলকে খোঁচা দেওয়ার লোভটি সামলাতে পারলেন না অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
সোমবার সাংবাদিক বৈঠকে স্মিথ বলেন, ‘যদি ক্রিকেটে ছন্দ বলে কিছু থাকে, তা হলে সেটা আমাদের সঙ্গেই থাকবে। ভারত নিশ্চয়ই আশা করে এসেছিল আমাদের অল আউট করে দিতে পারবে। তা করতে না পারাটা নিশ্চয়ই ওদের একটু হলেও ধাক্কা দেবে।’
লাঞ্চের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার ভরাডুবি বাঁচান পিটার হ্যান্ডসকম্ব এবং শন মার্শ। যা নিয়ে স্মিথ বলেন, ‘ওদের দু’জনকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ভারতীয় বোলিংকে সামলানোর জন্য ওরা খুব দারুণ পরিকল্পনা নিয়েছিল। ডিফেন্সের ওপর ওদের পুরো ভরসা ছিল। ঠিক সময় ওদের জুটি বাঁচিয়ে দিয়ে গেল।’
শনিবার থেকে ধর্মশালায় শুরু হচ্ছে সিরিজের চূড়ান্ত লড়াই। তার আগে ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ব্যাটসম্যানরা সবাই রানের মধ্যে থাকায় অনেকটাই নিশ্চিন্ত স্মিথ। তিনি বলেন, ‘আমাদের কাছে এটা সবচেয়ে ভাল খবর যে সবাই কিছু না কিছু করছে। সবাই ভাল ফর্মে আছে। তিনটে টেস্টে আমরা ভাল খেলেছি। তবে আমরা প্রথম ইনিংসে ১০০ রান কম করেছি।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ভারত দলকে স্মিথের খোঁচা"

Leave a comment

Your email address will not be published.


*