নিউজ ডেস্ক : কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই। ৯০ বছর বয়সে শনিবার তার জীবনাবসান ঘটেছে বলে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শেষ এই ভিডিওতে দেখা যাচ্ছে কিউবার এই বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি দেশটি। কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত। গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদযাপন করে কিউবার জনগণ। ওই অনুষ্ঠানেও সবার সামনে আসেননি তিনি।
Be the first to comment on "ভিডিওতে বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো"