নিউজ ডেস্ক: ভেনেজুয়েলার কাছে একমাত্র গোলে হারার পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। পরের ম্যাচে জ্যামাইকাকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে ভেনেজুয়েলাকে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী দল মেক্সিকো।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচের ৩৬তম মিনিটে প্রায় হঠাৎ করে পাওয়া গোলে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন হোসে সালোমন রনদোন।
উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে গোল ছেড়ে অনেক বেরিয়ে থাকতে দেখে ডান দিকের মাঝমাঠের কাছাকাছি থেকে লব করেন আলেহান্দ্রো গেররা। মুসলেরা কোনোমতে পেছনে গিয়ে ঠেকানোর চেষ্টা করলে বল ক্রসবারে লেগে ফেরত আসে। কাছেই থাকা স্ট্রাইকার রনদোন টোকা মেরে বল জালে পাঠিয়ে দেন।
ম্যাচের প্রথম আধ ঘণ্টায় অপেক্ষাকৃত ভালো খেলেছে উরুগুয়ে। মিডফিল্ডার গাস্তন রামিরেসের গোলের প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে এগিয়ে যেতো তারাই।
এগিয়ে যাওয়ার পর ভালো খেলতে থাকে ভেনেজুয়েলা। মুসলেরা দুর্দান্ত কিছু সেভ না করলে বড় ব্যবধানে জিততে পারতো এখনও কোপা আমেরিকার শিরোপা জিততে না পারা দলটি।
ম্যাচের শেষ দিকে নিশ্চিত একটি সুযোগসহ বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন সুয়ারেসের অনুপস্থিতিতে উরুগুয়ের বড় ভরসা পিএসজির ফরোয়ার্ড এদিনসন কাভানি। ফলে কোপা আমেরিকায় নয় বার উরুগুয়ের মুখোমুখি হয়ে প্রথম জয়ের দেখা পেয়ে যায় ভেনেজুয়েলা।
চোটের কারণে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেনি লুইস সুয়ারেস। গ্রুপের পরের ম্যাচে নামার সুযোগ পেলে আপশোসই কেবল বাড়বে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের।
উরুগুয়ের হয়ে ১১৩টি ম্যাচ খেলার রেকর্ড গড়া মাক্সি পেরেইরার দিনটাও ভালো গেল না। স্ট্রাইকার দিয়েগো ফোরলানকে ছাড়িয়ে গেছেন কোপা আমেরিকার চতুর্থ টুর্নামেন্টে খেলতে নামা এই ডিফেন্ডার।
‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকেও একমাত্র গোলে হারানো ভেনেজুয়েলার পয়েন্ট এখন ৬।
প্যাস্যাডিনায় পরের ম্যাচে জ্যামাইকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো। উত্তর আমেরিকার পরাশক্তিদের জয়ে উরুগুয়ের বিদায়ের পাশাপাশি ভেনেজুয়েলার কোয়ার্টার-ফাইনালও নিশ্চিত হয়ে যায়। ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ভেনেজুয়েলাকে ছাড়িয়ে শীর্ষে আছে মেক্সিকো।
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরে যাওয়া উরুগুয়ে এখন শেষ ম্যাচে সান্ত্বনার জয়ের জন্য খেলবে ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া অন্য দল জ্যামাইকার বিপক্ষে।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও মেক্সিকো।
Be the first to comment on "ভেনেজুয়েলার কাছে হেরে উরুগুয়ের বিদায়"