নিউজ ডেস্ক : মাগুরায় উপ-নির্বাচনে বিএনপি ভোট চুরি করে এবং চুরির দায়ে বিএনপি নেত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মাগুরায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, তারা ২০০১ সালে ক্ষমতায় আসে ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আর সারাদেশে শুরু করে অত্যাচার নির্যাতন। কিছু দিন আগেও তারা জ্বালাও-পোড়াও করেছে, পুড়িয়ে মানুষ মেরেছে। তাদের কাজই হচ্ছে শুধু নির্যাতন আর আওয়ামী লীগের লক্ষ্য মানুষের সেবা করা, দেশের মানুষের উন্নয়ন করা।
প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এ পরিবারের সব হারিয়েছি। তাও এতো কষ্ট মাথায় নিয়ে একটাই কারণে কাজ করে যাচ্ছি, কারণ আমার বাবা বঙ্গবন্ধু এই দেশকে উন্নত করতে চেয়েছিলেন। তাই তো জনগণের জন্য কাজ করে যাচ্ছি।
ইতোমধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ ২০২১ সালের মধ্যে একটা ঘরও অন্ধকারে থাকবে না। সবাই বিদ্যুৎ পাবে।
Be the first to comment on "ভোট চুরির দায়ে খালেদা ক্ষমতাচ্যুত হন"