নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজের ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শহরের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।
পরে বের হয়ে সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে জনতা যে রায় দেবে আমি সেটা মেনে নেবো। আমি চাই নির্বাচন অবাধ হোক। মানুষ এসে ভোট দিক। প্রশাসনও নিরপেক্ষ হোক যাতে, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত কোন খারাপ খবর আসেনি।
‘জনগণ ভোট দিতে পারলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ,’ যোগ করেন তিনি।
ভোট দিয়ে সাখাওয়াত বললেন, যাই ফল হোক মেনে নেবো

Be the first to comment on "ভোট দিয়ে সাখাওয়াত বললেন, যাই ফল হোক মেনে নেবো"