শিরোনাম

মঙ্গল গ্রহ জয় করতে পানির নিচে প্রশিক্ষণ!

নিউজ ডেস্ক: মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন মানুষের। তাই সেখানকার সব প্রতিকূলতাকে মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছে বিজ্ঞানীরা। সেই প্রতিকূলতা মোকাবেলার প্রস্তুতি হিসাবেই এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার নভোচারীরা নিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ। সমুদ্রের অনেক গভীরে চলছে এই প্রশিক্ষণ।

গভীর সমুদ্রের মতো মহাকাশের গভীরে নভোচারীদের যে বিষয়গুলোর সম্মুখীন হতে হবে, হাতে-কলমে তারই প্রশিক্ষণ চলছে আটলান্টিকের গভীরে। টানা ১৬ দিন হবে এ প্রশিক্ষণ। এই মিশনের নাম নাসা এক্সট্রিম মিশন অপারেশনস (নিমো)। এ প্রশিক্ষণে ২১টি বিশেষ অভিযান চালানো হবে। এই দলে বিভিন্ন দেশের নভোচারী রয়েছেন।

ভবিষ্যতে যে যন্ত্রাংশ ও কায়দাগুলো মহাকাশে ব্যবহার করা হবে, এর পরীক্ষা চালাবেন তারা। আটলান্টিকের নিচে তাঁদের জন্য তৈরি করা হয়েছে ‘অ্যাকুয়ারিস’ নামের একটি বাসস্থান।  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুরি এলাকার আটলান্টিকের পৃষ্ঠ থেকে ৬২ ফুট নিচে এই অ্যাকুয়ারিসের অবস্থান। এখানে বসে বিভিন্ন গবেষণা চালানো হবে।

তথ্যসূত্র: আইএএনএস।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মঙ্গল গ্রহ জয় করতে পানির নিচে প্রশিক্ষণ!"

Leave a comment

Your email address will not be published.


*