শিরোনাম

মদ্যপ তরুণীর তান্ডবে অসহায় পুলিশ

নিউজ ডেস্ক : মদ্যপ অবস্থায় দুই পুরুষ বন্ধুর সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন তিনি। টাল সামলাতে না পেরে গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন কর্তব্যরত অফিসার। তারপর বেপরোয়াভাবে গাড়িচালানোর জন্য তরুণীকে গাড়ি থেকে নেমে আসতে বলা হলে প্রথমেই ওই তরুণী ওই অফিসারের দিকে থুতু ছেটান। তারপর পুলিশ জোর করে গাড়ির দরজা খোলার চেষ্টা করলে এএসআই-এর হাত কামড়ে দিতে যান ওই তরুণী। এরপর কোনওরকমে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানেও মজুদ ছিল আরেকপ্রস্থ মাতলামি!

ঘটনাস্থল মুম্বইয়ের ওরলি পুলিশ স্টেশন। গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর প্রথমে শুরু হয় বচসা। তারপর হঠাত্ই থানার অফিসারকে চড় মেরে বসেন ওই তরুণী। লাথি, ঘুষি কিছুই বাদ থাকে না। কম্পিউটার, ফোন ছুঁড়ে থানায় কার্যত তাণ্ডব চালান তিনি। গোটা ঘটনাটিই ধরা পড়ে থানার সিসি ক্যামেরায়। ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসতেই ভাইরাল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মদ্যপ তরুণীর তান্ডবে অসহায় পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*