শিরোনাম

মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ওয়ার্কার্স পার্টির নিন্দা

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে নির্বিচারে হামলা, মন্দিরে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের সাম্প্রদায়িক হামলা বার বার ঘটছে। কিছুদিন পূর্বে আরেক হামলায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খাঁর সংগ্রহ শালা ধ্বংস করা হয়েছে। এবার কক্সবাজারের রামুর হামলার ন্যায় ফেসবুকের কল্পিত ছবিকে কেন্দ্র করে এই হামলা পরিকল্পিতভাবেই করা হয়েছে। অথচ এসকল ঘটনা সংগঠনের পূর্বে বা পরে প্রশাসনের ভূমিকা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। ঘটনার পরম্পরায় বুঝা যায় স্থানীয় পুলিশ প্রশাসন প্রকারন্তরে হামলাকারীদের সহায়কের ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়ীয়া পূর্বাপর এধরনের ঘটনার পেছনের মদদ দাতাদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে তাঁরা আরও বলেন, দেশে যখন একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান তখন এই ধরনের সাম্প্রদায়িক হামলা আক্রমণ, অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রতি ধর্মীয় উগ্রবাদীদের চ্যালেঞ্জ। একে কঠোর হস্তে দমনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে অসম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই উগ্রবাদী শক্তিকে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ওয়ার্কার্স পার্টির নিন্দা"

Leave a comment

Your email address will not be published.


*