নিউজ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে নাশকতার মামলায় রিমান্ডে নিয়ে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।
গাজীপুরের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গীর টিএন্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগ্নিসংযোগের [১৫(৪)১৬] মামলায় অধ্যাপক এম এ মান্নানকে টঙ্গী থানার একটি নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (বন আদালত) নাজমুন নাহারের আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
মান্নান রিমান্ড শেষে কারাগারে

Be the first to comment on "মান্নান রিমান্ড শেষে কারাগারে"