শিরোনাম

মার্কিন নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৮ই নভেম্বর তিনিই জনপ্রিয় ভোটে জয়লাভ করেছেন, যদি অবৈধভাবে প্রদান করা লাখ লাখ ভোট বাদ দেয়া হয়। টুইটারের মাধ্যমে এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প। অবশ্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এই রিপাবলিকান তার দাবির সপক্ষে কোন প্রমাণ তুলে ধরেন নি। পরে ফলোআপ টুইটে ট্রাম্প আরো লেখেন, নির্বাচনে জিততে যদি ইলেক্টোরাল কলেজ পদ্ধতির পরিবর্তে তথাকথিত জনপ্রিয় ভোট হিসেব করা হত, তাহলে জয় পাওয়া আমার জন্য আরো অনেক সহজ হত। তখন আমাকে ১৫টি রাজ্যের বদলে মোটে ৩-৪টি রাজ্যে প্রচারণা চালালেই হত।

গ্রিন পার্টির প্রার্থীর উদ্যোগে উইসকনসিনে যে ভোট পুনর্গননার উদ্যোগ হয়েছে, তাতে পরাজিত ডেমোক্রেটিক প্রার্থী মিসেস ক্লিনটনের শিবির সমর্থন দেবার কথা বলবার পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। উইসকনসিনে খুব সীমিত ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প। ইলেক্টোরাল ভোটের হিসেবে ট্রাম্প নির্বাচনে জিতলেও প্রাপ্ত মোট ভোট সংখ্যা অর্থাৎ জনপ্রিয় ভোটে মিসেস ক্লিনটন মি. ট্রাম্পের চাইতে বহু এগিয়ে রয়েছেন। মিসেস ক্লিনটনের জয় পাওয়া ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়াতেও ‘মারাত্মক ধরণের ভোট প্রতারণা’ হয়েছে বলেও অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের।

তিনি আরো অভিযোগ করেছেন, এই ইস্যু নিয়ে মার্কিন গণমাধ্যম টু শব্দটি করছে না। রবিবার ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থীকে স্মরণ করিয়ে দেন যে তিনি পরাজয় মেনে নিয়েছেন এবং প্রেসিডেন্সিয়াল বিতর্কের বক্তব্যও প্রকাশ করেন যেখানে মিসেস ক্লিনটন বলেছিলেন, ভোটে যে ফলই আসুক তিনি তা মেনে নেবেন। ওই বিতর্কে বরঞ্চ ট্রাম্প হেরে গেলে ফল নেবেন না বক্তব্যের সমালোচনা করেছিলেন মিসেস ক্লিনটন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মার্কিন নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে?"

Leave a comment

Your email address will not be published.


*