নিউজ ডেস্ক : মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে কার্পেটের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান, ঘণ্টাখানেকের চেষ্টায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
আল হেলাল হাসপাতালের উল্টো দিকে পদ্মা বিলাস নামে ছয়তলা ভবনের নিচতলায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে।
আতিকুল জানান, দোকানটিতে কার্পেট ছাড়াও পর্দা ও ফোমের শোরুম রয়েছে।
“অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের তিন তলার একব্যক্তি অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।
Be the first to comment on "মিরপুরে কার্পেটের দোকানের আগুন নিয়ন্ত্রণে"