নিউজ ডেস্ক : আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুর এক নম্বর লাইনের বাসার সামনে মানিক মিয়া নামের ৪০ বছর বয়সী এব ব্যক্তির ওপর হামলা হয় । পরে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায় ভোরে তার বাসার কাছে রাস্তার ওপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসে। পরে হাসপাতালে নিলে তাকে মৃতঘোষণা করা হয়।
মানিক পুলিশের সোর্স ছিলেন বলে ধারনা করা হচ্ছে।
Be the first to comment on "মিরপুরে পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা"