নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন মানিকগঞ্জ সদরের বারুল বাজার এলাকার আতাউর (৩০)। আহতদের মধ্যে চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বুধবার সকাল ছয়টায় মির্জাপুরের পোষ্টকামুরী নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৫৭৮) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আতাউর বাসের নীচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাঁকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) বাবলু শেখ জানান, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Be the first to comment on "মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০"