নিজস্ব প্রতিবেদক : ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২৪ আগস্ট নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মীর কাসেম আলীর সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে মীর কাসেম আলীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Be the first to comment on "মীর কাসেমের রিভিউ শুনানি পিছিয়ে ২৪ আগস্ট"