শিরোনাম

মেক্সিকোর কিংবদন্তি সঙ্গীত শিল্পী গ্যাব্রিয়েল আর নেই

 

নিউজ ডেস্ক : মেক্সিকোর কিংবদন্তী সঙ্গীত শিল্পী ও প্রযোজক জুয়ান গ্যাব্রিয়েল আর নেই। গতকাল রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মেক্সিকোর টেলিভিসা নেটওয়ার্ক খবরটি সম্প্রচার করে।

টেলিভিসা জানিয়েছে, সান্তা মনিকায় নিজ বাসভবনেই গ্যাব্রিয়েল হুদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

গ্যাব্রিয়েলের পুরো নাম অ্যালবার্ট আগুইলেরা ভালাদেজ। অবশ্য মঞ্চে তিনি জুয়ান গ্যাব্রিয়েল নামটিই ব্যবহার করতেন। তার ঝুলিতে ১ হাজারের বেশি স্বর্ণ, প্লাটিনাম ও মাল্টিপ্লাটিনাম অ্যালবাম রয়েছে। মেক্সিকোর আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির মতো তিনিও চলচ্চিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। কয়েক দশক ধরে তিনি তার শিল্প নৈপুণ্য প্রদর্শন করেন।

হলিউড ওয়াক অব ফেমে তার একটি তারকা খ্যাতি ছিল। তিনি এখনো মিউজিক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি উপার্জনকারীদের তালিকায় রয়েছেন।

এই শুক্রবারেই গ্যাব্রিয়েল লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্ট থেকে ফিরে এলেন। তার কনসার্টে ১৭ হাজার ভক্ত উপস্থিত ছিল। তিনি ওই কনসার্টে দুই ঘন্টার বেশি ধরে নাচ ও গান করেন।

ল্যাটিন আমেরিকায় গ্যাব্রিয়েলের গান ব্যাপক সমাদৃত ছিল। তার গানগুলো ফরাসী, জার্মান, ইতালিয়ান ও জাপানী ভাষায়ও অনুবাদ করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো গ্যাব্রিয়েলের ভক্ত ছিলেন। তিনি গ্যাব্রিয়েলকে ‘একটি স্বর্গীয় কণ্ঠ ও প্রতিভা,’ হিসেবে অভিহিত করে টু্‌ইটারে লিখেন,  “তার সঙ্গীত এই বিশ্বের সম্পদ। তিনি আমাদের ছেড়ে অনেক তাড়াতাড়ি চলে গেলেন।”

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মেক্সিকোর কিংবদন্তি সঙ্গীত শিল্পী গ্যাব্রিয়েল আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*