নিউজ ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গেরেরো রাজ্যে গোপন কবরে সমাহিত বেশ কিছু মরদেহ ও খুলির সন্ধান পাওয়া গেছে। রাজ্যজুড়ে মাদক সম্রাটদের সীমাহীন দৌরাত্ম রয়েছে।
বৃহস্পতিবার রাজ্যের প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের রাজধানী চিলপানচিংগোর জিটলালা শহরে ২০টি গোপন গণকবর পাওয়া গেছে, যা থেকে ৩২টি মরদেহ এবং নয়টি খুলি উদ্ধার করা হয়েছে।
শহরের বাসিন্দারা মৃতদেহের তীব্র গন্ধ পাওয়ার কথা জানালে কর্তৃপক্ষ কবরগুলো শনাক্ত করতে সক্ষম হয়।
তবে মৃতদেহগুলো কতদিন আগের, এগুলো কীভাবে চিলপানচিংগোতে স্থানান্তর করা হয়েছে এবং সমাহিত করা হয়েছে তা প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
মেক্সিকোর পুলিশ, সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ বলেন, ওই এলাকায় আরও গোপন কবর আছে কি না তা জানতে তল্লাশিতে যেতে হবে।
মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ রাজ্য হল গেরেরো। সেখানে মাদক চোরাচালানকে কেন্দ্র করে মাদক সম্রাটদের বাহিনীগুলোর মধ্যে প্রায়ই যুদ্ধ হয়।
Be the first to comment on "মেক্সিকোর গোপন গণকবর থেকে অসংখ্য মরদেহ উদ্ধার"