শিরোনাম

মেসিকে বোঝানোর চেষ্টায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক: ভক্তদের দাবি ‘যেও না’। ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাও বলেছেন একই কথা। এবার আর্জেন্টিনা প্রেসিডেন্ট জানিয়েছেন, অবসর চিন্তা ঝেড়ে ফেলে মেসিকে জাতীয় দলের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর জাতীয় দলকে আচমকা বিদায় বলে দেন মেসি।

আর্জেন্টিনা প্রেসিডেন্ট মাউরিচিও মাকরি ফোনে মেসির সঙ্গে কথা বলেন।

“অভিনন্দন জানানোর জন্য তার (মেসি) সঙ্গে আমি কথা বলেছি। তাকে বলেছি, সে দারুণ একটা আসর কাটিয়েছে।”

“আমি বুঝি না (সমালোচকদের ভাবনা)। সত্যিটা হলো, আর্জেন্টিনার মতো দেশে বিশ্বের সেরা খেলোয়াড়কে পাওয়াটা সৃষ্টিকর্তার উপহার, আনন্দের ব্যাপার।”

মেসির প্রতি আরও যত্নবান হওয়ার কথাও বলেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট।

“আমাদের আর্জেন্টিনাতে যা আছে, তার মধ্যে মেসিই সবচেয়ে বড় কিছু। তাই অবশ্যই আপনাকে তার যত্ন নিতে হবে।”

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সমালোচকদের কথা কানে না তোলার পরামর্শও দিয়েছেন প্রেসিডেন্ট।

“যে সব কথা বলা হয়েছে, তাতে তাকে মনোযোগ না দিতে বলেছি। সত্যি হলো, (কোপায় যেটা হয়েছে) আমরা খুবই খুশি।”

আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তোলার পথে ৫ গোল করেন মেসি। কিন্তু দেশের ২৩ বছর ধরে চলা শিরোপা খরা কাটাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মেসিকে বোঝানোর চেষ্টায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*