নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যাওয়া বাসটি যাত্রীসহ গভীর পানিতে তলিয়ে গেছে। ওই পু্কুরটি অন্তত ৩০ ফুট গভীর বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাশার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল ৯টা পর্যন্ত বাসটি তোলা সম্ভব হয়নি। কালকিনি ডাশার থানার ওসি এমদাদুল হক জানান, বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। তাই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে এ ঘটনার ঘটে। দুর্ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ১৮ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
Be the first to comment on "যাত্রীসহ বাস তলিয়ে যাওয়ার ভিডিও"