নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশৌরি রাজ্যের ওয়েনস ভিলা এলাকায় চাপাতি দিয়ে নিজের দুই শিশুকে কুপিয়ে আত্মহত্যা করেছেন মা। স্থানীয় শেরিফ (পুলিশ) জানায়, ইভোননে হলমেস নামের এক নারী তার দুই শিশুকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে নিজে আত্মহত্যা করেছে। তার শিশুদের বয়স ১২ ও ২ বছর। শিশু দুটি এখন নিরাপদে আছে। প্রতিবেশীদের বরাত দিয়ে শেরিফ আরো জানান, এই নারী তার সন্তানদের কোপালে নারীটির প্রেমিক এবং এই দুই সন্তানের বাবা তার বাচ্চাদের নিয়ে দৌড়ে বাহিরে আসে এবং জরুরি বিভাগে ফোন দেয়। শিশু দুটির মধ্যে ১২ বছর বয়সের মেয়েটির পিঠ ও বুকের মাঝামাঝি স্থানে আঘাত করা হয়েছিল। অন্যদিনে শিশুটির গলার কাছে বেশ কয়েকবার আঘাত করা হয়েছিল বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতিবেশী জিম মিনর বলেন, আমি দেখেছি পুরুষটি তার দুই শিশুকে তোয়ালেতে জড়িয়ে দৌড়ে বের হয়ে আসে এবং দরজা বাহির থেকে লাগিয়ে দেয়। এ সময় তাদের তাড়া করে ছুটে আসে ইভোননে হলমেস। এ সময় তার হাতে চাপাতিটি ছিল। সে দাঁড়িয়ে চিৎকার করছিল। কিছু সময় পর সে নিজেই নিজেকে আঘাত করে। যতক্ষণ পর্যন্ত তার গায়ে শক্তি ছিল, সে নিজেই নিজেকে আঘাত করে। কিন্তু এই নারী কেন এমনটা করেছে তা জানার জন্য তদন্ত করছে পুলিশ।
Be the first to comment on "যুক্তরাষ্ট্রে চাপাতি দিয়ে দুই শিশুকে কুপিয়ে মায়ের আত্মহত্যা"