নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শহর ফিলাডেলফিয়ায় একটি ট্রেল লাইনট্যুত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।
বিবিসি বলছে, দেশটির কেন্দ্রীয় রেললাইনের ট্রেনটি নিউ ইয়র্ক থেকে জর্জিয়ার সাভানাহর উদ্দেশে যাচ্ছিল।
যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৩৪১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।
এই দুর্ঘটনার পর নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার মধ্যকার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ফিলাডেলফিয়া থেকে ১৫ মাইল দূরে চেস্টারে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মৃত্যুবরণকারী দুই ব্যক্তি নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় জরুরি সংস্থার সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
চেস্টারের দমকল বিভাগের কমিশনার ত্রাভিস থমাস হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
গেল বছরের মে মাসে ফিলাডেলফিয়া-নিউ ইয়র্কের মধ্যকার কেন্দ্রীয় রেললাইন থেকে একটি ট্রেন লাইনট্যুত হলে সাত ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছিলেন ২ শতাধিক মানুষ।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু"