শিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার পর এই প্রথম কোনো গণমাধ্যমকে বিস্তারিত সাক্ষাৎকার দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে যেমন কোনো গ্যাং এর সদস্য বা মাদক ব্যবসায়ী- যারা সংখ্যায় অনেক আছে, যারা সংখ্যায় অন্তত ২০ থেকে ৩০ লাখ হবে, তাদেরকে ধরে আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করব অথবা তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে প্রায় ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে অনেকেই মেক্সিকো থেকে আসা।
মানবিক বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিবাসীদের জন্য যে সাধারণ ক্ষমা বা সুযোগ দিয়েছিলেন সেটিকে নাকচ করে দেওয়ার কথা নির্বাচনী প্রচারণার সময় থেকেই বলে আসছিলেন মি. ট্রাম্প। এমনকি কাগজপত্র যাদের নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও তখন তিনি দিয়েছিলেন। মেক্সিকো সীমান্ত নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, মেক্সিকো ও মার্কিন সীমান্তে দেয়াল তুলে দেওয়াটাই সবচে যথার্থ। তবে, কিছু অংশে বেড়া বা বেষ্টনীও থাকতে পারে।
কাগজপত্র ছাড়া আনডকুমেন্টেট অভিবাসী যারা আছেন তাদের ব্যাপারে পরে ভাবা হবে, বিশেষত সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হবার পর। রিপাবলিকান দলে অন্যতম শীর্ষ নেতা হাউস স্পিকার পল রায়ান বলেছেন, ব্যাপক সংখ্যায় অভিবাসীদেরকে ফেরত পাঠানোর চেয়ে সীমান্তের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কী পরিমাণ মানুষকে ডোনাল্ড ট্রাম্প দেশ থেক বিতাড়িত করবেন, এই নিয়ে নির্বাচনে বিজয়ী হবার পর এই প্রথম তিনি একটি ধারণা দিলেন।
প্রায় কয়েক বিলিয়ন টাকার এই দেয়াল নির্মাণ প্রকল্প ও গণহারে দেশ থেকে অভিবাসীদেরকে বিতাড়নের প্রস্তাব দেওয়াটা সহজ। তবে, অর্থনৈতিক দিক বিবেচনা করলে এবং নিজের দলের মধ্যেই বিরোধী মত থাকলে এই প্রকল্প বাস্তবায়ন করাটা একেবারেই ভিন্ন বিষয় বলে মনে করা হচ্ছে। হিলারি ক্লিনটন পপুলার ভোটে জয়ী হলেও নির্বাচনে চূড়ান্তভাবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছে। আসছে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝে নেবেন ট্রাম্প।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অভিবাসী তাড়াবেন ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*