নিউজ ডেস্ক : বয়স ৫০ হলে কী হবে, সালমান খানকে ডেট করতে চাইবে যে কোনো মেয়ে। এমনই মত অভিনেত্রী অ্যামি জ্যাকসনের। সালমানকে ‘বিরাট বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। শোনা যাচ্ছে, অ্যামিকে সাহায্য করতে তাঁর “2.0” ছবির টিজার প্রকাশ অনুষ্ঠানে এসে চমক দিয়েছেন সালমান। সুলতান-এর তারকাকে ডেট করতে চান কিনা, জানতে চাওয়া হলে অ্যামি বলেন, কে সালমান খানকে ডেট করতে না চায়? আমি পুরোপুরি সিঙ্গল। দারুণ সুখী।
পরিচালক হিসাবে সালমানের ভাই সোহেলের প্রথম ছবি ফ্রেকি আলি’তে ছিলেন অ্যামি। সেই তিনি বলছেন, আমার দারুণ বন্ধু, আমায় প্রচুর গাইড করেছেন সালমান। অক্ষয় কুমারও সবসময় আমায় সাহায্য করেন।
অফার পেলে তিনি সালমানের বিপরীতে অভিনয় করতে চান, জানিয়েছেন অ্যামি।
সালমানের ফিটনেসেরও প্রশংসা করে তিনি বলেছেন, ২০ কেজি ওজন কমিয়েছেন সালমান। রোবট টু-র লঞ্চে এসেছিলেন। কী করে এক মাসে এতটা ওজন কমালেন? দুর্দান্ত লাগে ওকে দেখতে।
সূত্র: এবিপি আনন্দ
Be the first to comment on "যে কোনো মেয়ে সালমানকে ডেট করতে চাইবে : অ্যামি জ্যাকসন"