নিউজ ডেস্ক : বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২৫তম ম্যাচে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ১২ রানে হারিয়েছে ষষ্ঠ স্থানে থাকা রাজশাহী কিংস। ম্যাচটিতে টসে হেরে রাজশাহী প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানে ইনিংস থেমে যায় রংপুরের।
শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১ টা ৩০ মিনিটে মাঠে নামে নাঈম ইসলামের রংপুর রাইডার্স ও ড্যারেন স্যামির রাজশাহী কিংস।
রাজশাহীর দেওয়া ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সতর্ক শুরুই করে রংপুর। মোহাম্মদ শেহজাদ ও নাসির জামশেদ ওপেনিংয়ে নামেন। সপ্তম ওভারে দলীয় ২৮ রানে বদিায় নেন শেহজাদ। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ২৬ বলে ১৮ রান। এরপর জামশেদের সঙ্গে মোহাম্মদ মিথুন ক্রিজে যোগ দেন। এ দুজনও দেখেশুনে দেখে দলকে এগিয়ে নিতে থাকেন।
তবে দশম ওভারে রান আউটের শিকার হন জামশেদ। আউট হওয়ার আগে তিনি ২৮ বলে ২৭ রান সংগ্রহ করেন। এদিনের ম্যাচেও জাতীয দলের তারকা সৌম্য সরকার জ্বলে উঠতে পারেননি। মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেন তিনি।
এরপর আনোয়ার আলী ৫, লিয়াম ডওসন ১০ রান করেন। মোহাম্মদ মিথুন এদিন হার না মানা ৬৪ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল জয়ের মুখ দেখেনি।
রাজশাহীর হয়ে নাজমুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। মোহাম্মদ সামি ও সামিত প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে ওপেনিং করতে নামা মুমিনুল হককে প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সোহাগ গাজী। সাজঘরে ফেরার আগে মুমিনুল ৪ রান সংগ্রহ করেন। এরপর জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে ক্রিজে নামেন সাব্বির রহমান। সাব্বির ২৪ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে ৩১ রান করে দলীয় ৫১ রানে বিদায় নেন।
দলপতি ড্যারেন স্যামির ১৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে দল লড়াই করার পুঁজি পেয়েছে। এছাড়া জুনায়েদ ২৩, সামিত প্যাটেল ১৭, উমর আকমল ২২ রান করেন।
রংপুরের হয়ে লিয়াম ডওসন ২টি উইকেট নিয়েছেন। আর সোহাগ গাজী, মুক্তার আলী ও আরাফাত সানি একটি করে উইকেট নিয়েছেন।
রাজশাহী একাদশ : মুমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, সামিত প্যাটেল, উমর আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), আবুল হাসান, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, নাজমুল ইসলাম।
রংপুর একাদশ : মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাসির জামশেদ, লিয়াম ডওসন, নাঈম ইসলাম (অধিনায়ক), আনোয়ার আলী, সোহাগ গাজী আরাফাত সানি, রুবেল হোসেন, মুক্তার আলী।
Be the first to comment on "রংপুরকে হারিয়ে রাজশাহীর জয়"