নিউজ ডেস্ক: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ উল আলম বুধবার বেলা প্রায় ১১টা ১৫ মিনিটে বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে রওশন এরশাদের একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়ার কাছে একটি কার্ড হস্তান্তর করেন।
সূত্র আরো জানায়, তিনি বেলা প্রায় ১১টা ২৫ মিনিটে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এইচএম এরশাদের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে একটি কার্ড পৌঁছে দেন।
Be the first to comment on "রওশন ও এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা"