নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান জানান।
তিনি বলেন, এই চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
“এই চক্র বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নফাঁস করে তা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল।”
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সাজ্জাদুর রহমান জানান।
Be the first to comment on "রাজধানীতে ‘প্রশ্ন ফাঁস চক্রের’ ৯ জন গ্রেপ্তার"