শিরোনাম

রানিংমেট হিসেবে টম কাইনকে বেছে নিলেন হিলারি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কাইনকে বেছে নিয়েছেন।

বিবিসি বলছে, নিজের ট্যুইটার পৃষ্ঠায় হিলারি তার সমর্থকদের উদ্দেশে কাইনকে রানিংমেট নির্বাচনের খবর উল্লেখ করে শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।

৫৮ বছর বয়সী সিনেটর টিম কাইন গর্ভপাতবিরোধী এবং মুক্তবাণিজ্য চুক্তির একজন সমর্থক।

আসন্ন নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া ভোটযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে যাচ্ছে।

অনর্গল স্প্যানিশ ভাষা বলায় পারদর্শী কাইন আসন্ন নির্বাচনে প্রচারণায় হিস্প্যানিক আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে হিলারির সমর্থন ধরে রাখার ব্যাপারে সহায়তা করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে হিস্প্যানিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক ভোট রয়েছে।

অভিজ্ঞ একজন রাজনীতিবিদ হওয়ায় তিনি ভাইস-প্রেসিডেন্ট পদে একজন নিরাপদ নির্বাচন। ব্যক্তিগতভাবে তিনি গর্ভপাতকে প্রত্যাখ্যান করলেও গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন।

হিলারির রানিংমেটের তালিকায় নিউ জার্সির সিনেটর করি বুকার এবং কৃষিমন্ত্রী টম ভিসাকের নামও ছিল।

হিলারি রানিংমেট হিসেবে টম কাইনকে বেছে নেওয়ার ঘোষণা দিলেন ট্যুইটারে।

কিন্তু শেষপর্যন্ত তিনি ভার্জিনিয়ার সিনেটর টিম কাইনকেই বেছে নিলেন।

অন্যদিকে, ফিলাডেলফিয়ায় আগামী সপ্তাহে ডেমোক্র্যাটিক দলের কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে হিলারির নাম ঘোষণা করা হতে পারে।

চলতি বছরের ৮ নভেম্বর ‍যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন।

এরই মধ্যে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশ কয়েকটি মতামত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রানিংমেট হিসেবে টম কাইনকে বেছে নিলেন হিলারি"

Leave a comment

Your email address will not be published.


*