নিউজ ডেস্ক : হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান কারা কর্তৃপক্ষের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণভিক্ষার আবেদন করেন।
কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমানি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন। তবে তাঁর সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এখন পর্যন্ত প্রাণভিক্ষা চাননি। তাঁর কাগজপত্র তৈরি করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে তিনিও লিখিতভাবে প্রাণভিক্ষা চাইবেন।
এর আগে গত ২২ মার্চ রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয় এই দুই জঙ্গি নেতাকে। ওই দিন দুপুরে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার চাইবেন বলে জানান।
প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই দুজন জঙ্গি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কনডেমড সেলে বন্দি রয়েছে। অন্যজন দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি।
Be the first to comment on "রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন মুফতি হান্নানের"