নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়ার ডাকাতিয়া নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বরিশাল অঞ্চল থেকে লাশটি ভাসতে ভাসতে এখানে আসতে পারে।
Be the first to comment on "রায়পুরে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার"