নিউজ ডেস্ক : বহাল রইল জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ১ মিনিট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের অপর চার বিচারপতি এজলাসে আসন গ্রহণ করেন। এরপরই বেঞ্চ কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আইটেম নম্বর ওয়ান অর্ডার। এরপর প্রধান বিচারপতি ঘোষণা করলেন, ‘রিভিউ পিটিশন ইজ ডিসমিসড’। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই এজলাস কক্ষে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সকল উদ্বেগের অবসান ঘটে।
তবে আদালত ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া রায় সংশোধন করেছেন। সেখানে বলেছেন, ১৪ নম্বর অভিযোগে (নাসিরুদ্দিন চৌধুরীকে নির্যাতন) মীর কাসেম দোষী সাব্যস্ত করা হলেও তাকে কোনো দণ্ড দেওয়া হয়নি। তাই ট্রাইব্যুনাল যে দণ্ড দিয়েছিল সেটি বহাল রাখা হলো। এই কারণেই আপিল বিভাগ তাদের ওই রায়ের অংশ বিশেষ সংশোধন করে এ রায় ঘোষণা করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল বিভাগের এই বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, বিচারপতি মির্যা হোসেইন হায়দার ও বিচারপতি মো. বজলুর রহমান।
Be the first to comment on "রিভিউ পিটিশন ডিসমিসড॥ প্রধান বিচারপতি"