শিরোনাম

রিয়াজের প্রেমে প্রভা-প্রসূন!

নিউজ ডেস্ক : সাদিয়া জাহান প্রভা এবং প্রসূন আজাদ দুই বোন। তাদের মধ্যে ভীষণ মিল থাকলেও  মাঝেমধ্যে সামান্য কারণে তুলকালাম বাঁধিয়ে ফেলেন। শহরের এক কোণে তাদের একটা বাড়ি আছে। সে বাড়ির ভাড়াটিয়া রিয়াজ। তার  আচরণ ও কথাবার্তায় ভদ্রতার ছাপ দেখে ধীরে ধীরে দুই বোন প্রেমে পড়ে যায়।

দু`বোনই রিয়াজকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু রিয়াজ তাদের দুই বোনের মধ্যে কাকে বেছে নেবেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে `টু সিস্টারস` নামের একটি খণ্ড নাটক। নাঈমুল করিমের চিত্রনাট্যে `টু সিস্টারস` নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। এ প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, নাটকের গল্পটি খুবই মজার। এটি দর্শকদের কাছে যেমন হাসির খোরাক হবে তেমনি রোমান্টিকও। আশা করছি সকলের কাছে নাটকটি গ্রহণযোগ্যতা পাবে। গতকাল সোমবার, ২৫ এপ্রিল নাটকটির শেষ দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে চলে এর নির্মাণ কাজ। জানা গেছে, আগামী ঈদে `টু সিস্টারস` নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

basic-bank

Be the first to comment on "রিয়াজের প্রেমে প্রভা-প্রসূন!"

Leave a comment

Your email address will not be published.


*