শিরোনাম

রোহিঙ্গা হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে নিউইয়র্কে মানববন্ধন

নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার পাশাপাশি মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানানো হল নিউইয়র্কে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে। গতকাল রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনেরও সমাগম ঘটে।

মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির আচরণের কঠোর সমালোচনা করে বলেন, ‘মিয়ানমারে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ তিনি কোন উচ্চবাচ্য করছেন না। এ অবস্থায় নোবেল কমিটির উচিত সু চির নোবেল পুরস্কার বাতিল করা।’

নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীমউদ্দিন বলেন, ‘মানবতা বিপন্ন রাখাইন প্রদেশে। পৈত্রিক ভিটেমাটি ছেড়ে নিরাপত আশ্রয়ের সন্ধানে যারা বাংলাদেশে ঢুকে পড়েছে, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের নৈতিক দায়িত্ব। একইসাথে মিয়ানমারের প্রকৃত পরিস্থিতি আন্তর্জাতিক মহলকে অবহিত করার পবিত্র দায়িত্বটিও বাংলাদেশকেই পালন করতে হবে।’

নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। পরে বিকালে একইস্থানে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রোহিঙ্গা হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে নিউইয়র্কে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*