নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ হত্যাসহ ১১ মামলার আসামি তারেক (২৮) নিহত হয়েছে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে পার্বতীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রতন সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকরদুছ গ্রামের আবদুর শুকুর ওরফে সিরাজের ছেলে।
আহত পুলিশ কনস্টেবলরা হলেন-মাঈন উদ্দিন, মহিন উদ্দিন, হেলাল চৌধুরী ও সালাউদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে একদল ডাকাত অবস্থান করছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের ডাকাতরা গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ডাকাত দলের সদস্য তারেক গুলিবিদ্ধ এবং ৪ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আসম মাহতাব উদ্দিন বলেন, নিহত ডাকাত সদস্য তারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। তারেক (২৫ মে`র) বশিকপুর ইউনিয়নের দুই সহোদর রতন ও মানিক হত্যা মামলার আসামি।
Be the first to comment on "লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত"