নিউজ ডেস্ক : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের উত্তর লালপুরে মিনি ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম রঞ্জু (২৫)। আহত অবস্থায় তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ সদরের রাজন আলীর ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুর থেকে সাতজন যাত্রী নিয়ে একটি অটোভ্যান ঈশ্বরদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-১৮-৮২০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আমিরুল (৪৫), জিল্লুর (৫২), জহুরুল (৫২) ও অজ্ঞাতনামা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমিরুল উত্তর লালপুর গ্রামের মৃত তারি প্রামানিকের ছেলে, জিল্লুর সিরাজগঞ্জ সদরের মৃত জয়নুল ইসলামের ছেলে, বাচ্চু সিরাজগঞ্জ সদরের জুগিয়াপাড়ার বাচ্চু আলীর ছেলে। অপরজনের পরিচয় মেলেনি।
আহতদের দক্ষিণ লালপুর গ্রামের আক্তার আলীর ছেলে রাবিকে (২২) লালপুর হাসপাতালে এবং অপর চারজনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Be the first to comment on "লালপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫"