লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৬ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকাল পাঁচটায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বনি আমিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদ রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, সজিব মুসল্লী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম রাশেদ হাসান, যুবলীগ নেতা মহসিন হোসেন, আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন টুটুল,শেখ ইদ্রিস, কৃষকলীগ নেতা গোলাম মোর্শেদ,বুলবুল শিকদার সেলিম, ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, মঞ্জুরুল করিম মুন, আজাদ সিকদার, শরিফুল ইসলাম, সিহানুক রহমান, বীর মুক্তিযোদ্ধা দৌলত আহম্মদ খান সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগ নেতা গোলাম মোর্শেদ।
Be the first to comment on "লোহাগড়ায় গ্রেনেড হামলার ১৬ তম বর্ষপূর্তি পালন "