শিরোনাম

লোহাগড়ায় “রক্তে ভেজা একুশ” পরিবেশন!

লোহাগড়ায় “রক্তে ভেজা একুশ” পরিবেশন!

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে, “রক্তে ভেজা একুশ” বিশেষ গীতি আলেখ্য অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের রচনা ও পরিকল্পনায় এবং সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, নুরুন নাহার, লাকি রানী সাহা ও মাকসুদুর রহমানের নির্দেশনায় বিশেষ গীতি আলেখ্য রক্তে ভেজা একুশ’ পরিবেশন করা হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান হাবীব রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রমুখ।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা চিত্রাঙ্কন প্রদর্শনী ও বই মেলার উদ্বোধন করেন। পরে তিনি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুজন শিক্ষার্থী যথাক্রমে সেঁজুতি বিশ্বাস ও রাজিয়ান হোসেনের হাতে
প্রয়াত সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু আচার্য স্মৃতি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উক্ত গীতি আলেখ্য অনুষ্ঠান উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় “রক্তে ভেজা একুশ” পরিবেশন!"

Leave a comment

Your email address will not be published.


*