স্টাফ রিপোর্টার ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামে আগুনে এক জন হত দরিদ্র কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের পূর্ব পাড়ার আবু বক্কর শেখের ছেলে মোক্তার শেখ এর বাড়িতে বুধবার ৩১ (আগষ্ট) রাত ১০ টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্র পাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা খানিকের আগুনে তার দুটি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন ঘটনা স্থলে পৌছানোর আগেই এলাকা বাসি আগুন নিয়ন্ত্রনে আনেন। উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
বিপ্লব রহমান
Be the first to comment on "লোহাগড়ায় অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই"