শিরোনাম

লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥ কুচক্রিমহলকে প্রতিহতের ঘোষণা আ’লীগের

লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥ কুচক্রিমহলকে প্রতিহতের ঘোষণা আ’লীগের

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কালনায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকার কিছু লোকজন। বুধবার (১৫জানুয়ারী) বেলা ১১টার দিকে কালনায় সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অুনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান স্থানীয় বাসিন্দা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরভুতপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান। তিনি বলেন, কালনায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে অনেক বসতি গৃহহীন হয়ে পড়বে। এ ছাড়া তিন ফসলি জমিতে এটি হলে এলাকার মানুষ চাষাবাদ থেকে বঞ্চিত হবে। তাই আমরা এখানে অর্থনৈতিক অঞ্চল চাই না। অর্থনৈতিক অঞ্চল এখানে করতে গেলে তার প্রতিবাদে মানববন্ধন, সভা সমাবেশ, অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকার আর্থসামাজিক ও দেশের উন্নয়ন হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। প্রকল্প বাস্তবায়নে শীর্ষ কর্মকর্তারা সরেজমিনে এসে অনেকগুলো এলাকার মধ্যে কালনা এলাকা পছন্দ করছেন। সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এতে এলাকার উন্নয়ন ঘটবে। শিল্পায়ন হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। কেউ ব্যক্তি স্বার্থে বিরোধিতা করলে তা ঠিক হবে না।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী এটি করতে চাচ্ছেন। এটি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে। সেটি বাধা দেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে অবশ্যই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’ সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ইউনিয়ন থেকে তিনি নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এলাকাটি মধুমতি নদী ভাঙ্গন কবলিত। এখানকার অধিকাংশ জনগন নদী ভাঙ্গনে নিঃস্ব প্রায়। সকলেই খেটে খাওয়া মানুষ। তাদের ফসলি জমি রক্ষাসহ এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটা অপসারণের দাবী জানান।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ও স্থানীয় এমপি মাশরাফি বিন মুর্তজার প্রচেষ্টায় লোহাগড়া অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথে। এটি বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। বর্তমান সরকারের ভাবমুর্তি নষ্ট ও ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডকে বাধাঁগ্রস্থ করতে এলাকার কিছু চিহ্নিত কুচক্রি মহল অপচেষ্টা চালাচ্ছে। এদের কঠোর ভাবে প্রতিহত করা হবে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥ কুচক্রিমহলকে প্রতিহতের ঘোষণা আ’লীগের"

Leave a comment

Your email address will not be published.


*