স্টাফ রিপোর্টার,সাজ্জাদুর রহমান কচি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কম পক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৬ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাউদ হোসেন সমর্থিত লোকজনদের সাথে একই ইউনিয়নের লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত মঙ্গলবার চেয়ারম্যান দাউদ সমর্থিত মাসুম শিকদার, শামা ও মিন্টুসহ ৫/৭ জন সমর্থক, প্রতিপক্ষ আব্দুল হান্নান রুনু সমর্থিত এহিয়া নামে একজনকে বেধড়ক মারধোর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
তারই জের ধরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা নিয়ে মোহড়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দু’ঘন্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ১৬ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করেন ।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কমল কান্তি পাল জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, উভয় পক্ষের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মিমাংসার চেষ্টা করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লোহাগড়ায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ॥ পুলিশের ১৬ রাউন্ড গুলিবর্ষণ

Be the first to comment on "লোহাগড়ায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ॥ পুলিশের ১৬ রাউন্ড গুলিবর্ষণ"