রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবাসায়ী তরিকুল ইসলাম লাল্টু (৩৮) করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত সড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি পৌর শহরের পোদ্দারপাড়া গ্রামের আশরাফ আলী খান বাবুর ছেলে। লোহাগড়া বাজারে তার কাপড় ও ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার ঘোষ জানান, তিনি করোনা পরীক্ষার জন্য গত ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গত ১৭ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে তার করোনা শনাক্ত হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দু’সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। হালকা শ্বাসকষ্টও ছিল। তিনি উচ্চরক্তচাপের রোগী ছিলেন।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে লোহাগড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোহাগড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

Be the first to comment on "লোহাগড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু"