রাশেদুল ইসলাম, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় লক্ষীপাশা চৌরাস্তায় অবস্থিত একটি রেস্টুরেন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: মিরাজ ফকিরের সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মশিয়ার রহমান সান্টুর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক মো: রবিউল ইসলাম রবি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মো: মনিরুজ্জামান লিটন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদ আলম শিপলু, সদস্য সচিব মো: ফিরোজ হোসেন, যুগ্ন আহবায়ক রিপন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: অজিজার রহমান ও মিলন গাজী, উপজেলা যুবদল নেতা সরদার জাকারিয়া হোসেন বাপ্পি, পৌর ছাত্রদলের সভাপতি মো: রিয়াজুল ইসলাম মুন্না, এছাড়া অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, মো: ইব্রাহিম সরদার, মিরাজ ভূইয়া, সাইফুর রহমান সুমন, কামরুজ্জামান সুইট, খালেদ মামুন মনি, প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষীপাশা বাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত ঈমাম মো: আব্দুর রাজ্জাক খান।
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত"