রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়ায় দুই ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে উপজেলা সদরের দুটি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যাংক দুটি হলো সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখা ও অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার কর্মকর্তা মুন্সী সেকেন্দার আলী করোনা আক্রান্ত হওয়ার তথ্য এসেছে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক হাসান তারেক মজনু করোনা পজেটিভ হয়েছে গত মঙ্গলবার।
উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র বলেন, ‘অগ্রণী ব্যাংকের ওই শাখা বুধবার থেকেই বন্ধ রাখা হয়েছে। সোনালী ব্যাংকের অন্য কর্মীদের আজ বৃহস্পতিবার নমুনা নেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শাখাও বন্ধ থাকবে।’
লোহাগড়ায় দুই ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

Be the first to comment on "লোহাগড়ায় দুই ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত"